পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর বিরুদ্ধে প্রকাশিত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
রোববার রাতে জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে এক পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রদল সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন।
বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই লাভলুর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই সংবাদের প্রতিবাদ প্রত্যাহার ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।