পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র তৃণমূল পর্যায়ের পুনর্গঠন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ইউনিয়ন বিএনপির সম্মেলন। শনিবার (২৪ মে) সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মৃধা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেত্রী এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন, শেখ শহীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. আহসানুল ছগির, এইচ. এম ফারুক হোসাইন ও হাফিজুর রহমান মস্তান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,
“তারেক রহমানের নির্দেশক্রমে ওয়ার্ড পর্যায় থেকে নেতৃত্ব বাছাইয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ বিএনপি বিশ্বাস করে, নেতৃত্ব তৃণমূল থেকেই উঠে আসা উচিত। জাতীয় নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
সম্মেলনে ইন্দুরকানী সদর ইউনিয়নের ০৯টি ওয়ার্ডে সরাসরি ভোটের মাধ্যমে নতুন ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বার্তা প্রেরক:
সৈয়দ বশির আহম্মেদ