রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে জরুরি কর্মীসভা আয়োজন করেছে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পরামর্শে শার্শা উপজেলা বিএনপি এই কর্মসূচি হাতে নেয়।
その ধারাবাহিকতায় আজ (৫ জুলাই, শুক্রবার) বিকালে গোগা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোগা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এক কর্মীসভা।
সভায় সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী।
কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
এছাড়া আরও বক্তব্য রাখেন:
- উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু
- উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির
- সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন
- যুগ্ম সম্পাদক অ্যাড. মোস্তফা কামাল মিন্টু
- সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ
- যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন
- গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বিশ্বাস
তিনটি অঙ্গসংগঠনের নেতারাও কর্মীসভায় বক্তব্য রাখেন:
- যুবদল: আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা
- স্বেচ্ছাসেবক দল: আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা
- ছাত্রদল: আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান
সভায় ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীসহ উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান।
এদিকে আজ (৫ জুলাই) বিকেলেই কায়বা ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।