আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাভারের আমিন বাজারের বেগুন বাড়ী এলাকায় বেগুনবাড়ি ক্রীড়া সংস্থার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাভার উপজেলার সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন।
এসময় টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আাজাহারুল ইসলাম অভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমিন বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী রিয়াজউদ্দিন ফালান । আমিন বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ রবিউল আওয়াল,আমিনবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা,আমিনবাজার ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ ইউসুফ আলী, আমিনবাজার ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজিব হাসান, আমিনবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন সৌরভ। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমিনবাজার ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক আবু তাহের বিপ্লব, বিএনপি নেতা হাজী মোঃ শাহীন,আমিনবাজার ইউনিয়ন যুবদলের ১ নং যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ হোসেন হিটু,যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন রশিদ শাকিল, যুগ্ম আহবায়ক জাহিদ আহম্মেদ সোহেল,আমিন বাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদ হোসেন আকাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিন বাজার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাবেদ আলী সিহান।
এসময় ফাইনাল খেলায় আব্দুল্লাহ এন্টারপ্রাইজ কে হারিয়ে আল-আমিন এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়নদের হাতে ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপদের হাতে ২৫ হাজার টাকা ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।