হুমায়ন কবির মিরাজ: শার্শা উপজেলার ধলদাহ গ্রামে বিএনপির প্রবীণ নেতা ও সাবেক চেয়ারম্যান মরহুম জিন্নাতুল্লাহর মেজো ছেলে নূর হোসেন (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৭ মার্চ) বিকেল ৪টায় নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধলদাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম নূর হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য গ্রামবাসী উপস্থিত ছিলেন। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, অর্থ বিষয়ক সম্পাদক মিয়াদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলীসহ আরও অনেকে মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব ইমাদাদুল হক ইমদা, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, পৌর যুবদলের আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বিএনপির নেতারা বলেন, নূর হোসেন ছিলেন দলের একজন একনিষ্ঠ কর্মী ও সমাজসেবক। তার মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো।
পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে।