স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা বলেছেন, “ষড়যন্ত্র করে কিংবা অপপ্রচার চালিয়ে বিএনপির সম্মান ও জনপ্রিয়তা বিনষ্ট করা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনেই প্রমাণ হবে কারা জনগণের প্রকৃত প্রতিনিধি।”
সোমবার (২৬ মে) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদাহ ইউনিয়ন বিএনপি আয়োজিত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, “একটি বিশেষ সংগঠন রয়েছে যারা বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। আপনারা শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা দখল করেছেন। এখন আবার বিএনপির মতো সুসংগঠিত রাজনৈতিক দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। কিন্তু আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কারণ, দেশ ও জনগণ বিএনপির সঙ্গে রয়েছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের কিছু অনুপ্রবেশকারী বিএনপির নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত হয়েছে। বিএনপি কখনোই তাদের দায়ভার নেবে না।”
বিশেষ বক্তাদের বক্তব্য:
হাজী ইউনুস আলী, কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহ-সভাপতি, প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন,
“নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা নয়, নির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। আমরা চাই নির্বাচন হোক আগামী ডিসেম্বরের মধ্যেই।”
মাসুদুল হক মাসুদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য বলেন,
“৫ আগস্টের সময় আমরা একটি দলকে একাত্তরের বিরুদ্ধে শক্ত অবস্থানে দেখেছি। এখন তারা কিছুটা নমনীয় হলেও তাদের অপচেষ্টা থেমে নেই। একাত্তর নিয়ে যারা ব্যবসা করে, তাদের আমরা ঘৃণা করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন:
ধোপাদাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সেলিম।
আরও উপস্থিত ছিলেন:
- সালাউদ্দিন খাঁন পিপিএম, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য
- ইলিয়াস আহম্মেদ বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক
- আবুল কাশেম কাশু, আক্তারজ্জামান খোকন, রফিকুল ইসলাম সরদার,
- যুবদল নেতা মনিরুল ইসলাম রাজা, মিজানুর রহমান বাবুল,
- ধোপাদাহ ইউনিয়ন যুবদলের সভাপতি আসিফ আল আলীম রাজিব,
- পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাদিুজ্জামান রিপন,
- সাবেক ছাত্রদল নেতা আশিক ইকবাল রাসেল প্রমুখ।
আয়োজনের শুরুতে:
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন অতিথিরা।
উল্লেখযোগ্য ঘটনা:
সমাবেশে স্থানীয় জামায়াত ইসলামী কর্মী আব্দুল হাকিম বিএনপিতে যোগ দেন। বিএনপি নেতারা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।