লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সরিষাবাড়ী আর. ইউ. টি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সনজিত মিত্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লিকু এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন, প্রয়াত বিএনপি মহাসচিব আব্দুস সালাম তালুকদারের আত্মার মাগফিরাত এবং জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।