মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা ঃ
ঝিনাইদহের মহেশপুরে বাড়ী থেকে ডেকে নিয়ে বিএনপি কর্মী জাফর হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও
হত্যাকারীদের আটকের দাবিতে শনিবার দুপুরে থানার সামনে মানববন্ধর করে মহেশপুর উপজেলা যুবদল,সেচ্ছাস্বেবকদল ও ছাত্রদল।
উপজেলা যুবদলের আহবায়ক হাজি ফয়সাল আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস। মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তরফদার তৌফিক মাহমুদ বিপু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দিপা উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লা আল ফারুক বাবু, ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল ইসলাম এরশাদ, সদস্য সচিব সুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান রতন, সদস্য সচিব আব্দুল মালেক পৌর ছাত্র দলের সদস্য সচিব রাজিব আহাম্মেদ প্রমুখ।
জাফর হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের আটকের দাবিতে অনুষ্ঠিত
মানববন্ধনে বক্তারা বলেন জামায়াত ইসলামের নেতারা এখন প্লেনের টিকিটের মতো করে বেহেস্তের টিকিট দেওয়া শুরু করেছে। তাই তারা এখন আমাদের নেতা কর্মীদের হত্যা করা শুরু করেছে।
এদিকে জামায়াত নেতা কর্মীসহ ৮ জনকে আসামী করে জাফর হোসেনকে হত্যার মামলা হলেও পুলিশ এখনও কোন হত্যাকারীকে আটক করতে পারেনি। কোন হত্যাকারীকে আটক করতে না পারায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্যঃ মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ায় বৃহস্পতিবার রাতে বাড়ী থেকে ডেকে নিয়ে বিএনপি কর্মী জাফর হোসেনকে(৫৫) পিটিয়ে হত্যা করা হয়।