মারুফ সরকার, প্রতিবেদক:
আগামীকাল ১ মে ২০২৫ বৃহস্পতিবার সকাল ৮টায় জাতীয় ক্রীড়া পরিষদের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত ঢাকা মহানগর ডেকোরেটর ও কমিউনিটি সেন্টার জাতীয়তাবাদী শ্রমিক দল এর নেতৃবৃন্দ র্যারি বের করবে। র্যালির নেতৃত্ব দেবেন সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন কালু, সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহমেদ। উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার মিয়া, কোষাধ্যক্ষ জিকু মোল্লা, সংগঠনের নেতা ওমর ফারুক চঞ্চল, আব্দুল আল নোমানসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বছরের পর বছর বঞ্চিত রয়েছি। আমাদের প্রতিদিনের হাজিরা মাত্র আড়াইশো টাকা দেওয়া হয়। অথচ একই কাজ করে ইভেন্ট ম্যানেজমেন্টের সদস্যরা ১৫০০ টাকা থেকে ২০০০ হাজার টাকা পায়। আমরা আশা করবো আমাদের প্রত্যেকে নূন্যতম হাজিরা এক হাজার টাকা করা হবে। আমাদের কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসা করার জন্য কোন ফান্ড নেই। রাষ্ট্রীয়ভাবে আমরা কোন সহযোগিতা পাই না। অথচ আমরা প্রত্যেকেই শ্রমিক হিসেবে কাজ করে যাচ্ছি। একজন শ্রমিকের অধিকার থেকেও বঞ্চিত হচ্ছি। আমরা আশা করবো যারা আমাদেরকে দীর্ঘদিন বঞ্চিত করছেন তারা আমাদের প্রতি সদয় হবেন। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ৫০ হাজার সদস্যদের নিয়ে ঢাকা মহানগর ডেকোরেটর ও কমিউনিটি সেন্টার জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রম মন্ত্রণালয়ের অধিন থেকে রেজিষ্ট্রি করবো। আশা করি আমাদের পাশে সবাই থাকবেন।