শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালী জেলা বিএনপি’র উদ্যোগে বিপুল পরিমাণ নেতাকর্মীদের অংশগ্রহণে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-আন্দোলনের শহীদদের স্মরণে নোয়াখালীর রাজপথে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মৌন মিছিলটি নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে যাবে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জামে মসজিদের সামনে এসে শেষ হয়। এ সময় কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য
গিয়াস উদ্দিন সেলিম, কামরুজ্জামান হাফিজ, শহীদুল ইসলাম কিরন, আমিনুল ইসলাম শাহীন, রবিউল হাসান পলাশ(অতিঃ দায়িত্ব দপ্তর), প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সাধারণত সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক ভিপি জসিম উদ্দিনসহ সেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট শহীদদের আত্মত্যাগ আমাদের আন্দোলনের অনুপ্রেরণা। আমরা এই ত্যাগ ভুলবো না।” দলীয় নেতৃত্ব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটের প্রসঙ্গ টেনে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো বলেন, একটি গোষ্ঠী দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীল করে তুলে জাতীয় নির্বাচন বানচাল করতে চায়। জাতীয়তাবাদী দল বিএনপি’র সৈনিকেরা বেঁচে থাকতে তাদের সে খায়েশ পূরণ হবে না। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সে পর্যন্ত নেতাকর্মীদেরকে সকল পরিস্থিতির ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।