বার্তা প্রেরক: রাশেদ করিম লিংকন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কৃতি সন্তান, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আয়ারল্যান্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও “আমরা ঢাকাবাসী ইউকে”-এর অন্যতম সংগঠক আবু হেনা মোস্তফা কামাল দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন।
তিনি ৬ মে বিকাল ৫টা ২০ মিনিটে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং পরিবার ও প্রবাসী বন্ধু মহলের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য এডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ, রিয়াদ, রাশেদ করিম লিংকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আলতাফ, কাউসার হোসেন, তন্ময়, আব্দুর রহমান তারা, মিল্কি, রকনুজ্জামান, শাখাওয়াত রানা, আশিকুজ্জামান, রাসেল, সুমন শর্মা, পান্থ, অভি, রনি প্রমুখ।
প্রবাসী নেতা আবু হেনা মোস্তফা কামাল তার স্ত্রী ও সন্তানসহ বাংলাদেশে এসেছেন। বিমানবন্দরে পৌঁছেই তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বলেন,
“সুস্থ বাবাকে রেখে গিয়েছিলাম, এখন বাবার কবর জিয়ারত করতে দেশে ফিরেছি। ২০২২ সালের ২৪ ডিসেম্বর আমার পিতা হাজী মোহাম্মদ হোসেন আলী বেপারী মৃত্যুবরণ করেন। তার জানাজা কিংবা লাশ দেখতে পারিনি—এটাই সবচেয়ে বড় বেদনা।”
তিনি জানান, দেশে ফেরার পর প্রথম কাজ হবে বাবার কবর জিয়ারত, যা তিনি আগামী শুক্রবার করবেন বলে জানান।
এছাড়া তিনি বলেন,
“আমি সেই সৌভাগ্যবান দিন দেশে ফিরলাম, যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি ঐতিহাসিকভাবে দেশে প্রত্যাবর্তন করেছেন। লক্ষ কোটি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তারা বরণ পেয়েছেন। এই মুহূর্তের অংশ হতে পারাটাই আমার গর্ব।”
তিনি আরও বলেন,
“আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের জনগণ এবং প্রবাসে বাঙালিদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। দেশে ফিরে এবার আমি নিজ এলাকা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”
পরে তিনি তেজকুনিপাড়ায় শ্বশুরবাড়িতে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু হেনা মোস্তফা কামাল আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দেশবাসীর দোয়া কামনা করেন।