বরিশাল প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে।
৮ /৭/২০২৫ ইং জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা বিএনপির কার্যালয়ে কর্মী সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
ওয়ার্ডের নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে ৫১সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হেমায়েত উদ্দিন প্যাদা এবং সাধারণ সম্পাদক হলেন জাহিদুল ইসলাম জোমাদ্দার।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি দুলাল ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মাঝি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল নকিব এবং সহ- সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম সিকদার।
শামিম খানের সভাপতিত্বে এ কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম খান সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ১নং সদস্য সেলিনা হোসেন খান বাবলি, পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন প্রমুখ।