শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পর থেকে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নেতৃত্ব সংকট দেখা দেয়। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর স্থানীয়ভাবে সাংগঠনিক নেতৃত্ব নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে দলীয় কাঠামোয় শৃঙ্খলা ফেরাতে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হলো নোয়াখালী জেলা বিএনপিকে।
সোমবার (১৯ মে) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নির্দেশনা দেন। বৈঠকে তিনি লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে যুক্ত ছিলেন।
জেলা বিএনপিকে সাংগঠনিক দায়িত্ব
দলীয় সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে এ বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে জেলা নেতারা নির্বাচনী এলাকায় সাংগঠনিক অভিভাবক শূন্যতার বিষয়টি তুলে ধরেন। এসময় তারেক রহমান বলেন, “নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সাংগঠনিক কার্যক্রম জেলা বিএনপি দেখভাল করবে।”
বৈঠকে তারেক রহমান জেলা নেতাদের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটিগুলো পুনর্গঠন ও কার্যকর করতে সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন।
উপস্থিত নেতৃবৃন্দ
বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দলনেতা আহমেদ আজম খান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সদস্য গোলাম হায়দার বিএসসি, এবং সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান।
জেলা আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সাংবাদিকদের বলেন, “নোয়াখালী-৫ আসনে দলীয় সাংগঠনিক দায়িত্ব জেলা কমিটিকে প্রদান করায় আমরা এখন আরও সংগঠিতভাবে কাজ করবো। শিগগিরই ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে।”