নওগাঁ প্রতিনিধি:
আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করব খাঁটি এই স্লোগানকে ধারণ করে । মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁ জেলার মান্দা উপজেলার কৃষক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল ২ জুলাই বুধবার বিকাল ৫ টার সময় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন । উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন । উপজেলা কৃষকদলের দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব মলয় কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট বিশ্বজিৎ কুমার সরকার, বিএনপি নেতা বেলাল হোসেন খান, শামসুল ইসলাম বাদল ও জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামিলা আক্তার ফেন্সি । শেষে অনুষ্ঠানে আগত লোকজনের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
নওগাঁ প্রতিনিধিঃ-
মোঃ-হাবিবুর রহমান
প্রবণতা
- ঋণ পরিশোধে ৬ মাস সময় চান পোশাক শিল্প মালিকরা, উৎসে কর চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনার আহ্বান
- রাণীশংকৈলে শহীদ স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফলজ গাছ বিতরণ
- বর্ণিল আয়োজনে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা
- তানোরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- মাভাবিপ্রবিতে ‘আইজিইএম’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
- চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে চূড়ান্ত পর্যায়ে ঢাকা, ৩৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের আশায় বাংলাদেশ
- বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ ২ সন্ত্রাসী নিহত