পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ উদ্যোগে দুঃস্থ, অসহায় ও গরীব ২০০ জন মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের এমপি প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএসএম রফিকুল ইসলাম। শনিবার(২৯ মার্চ) সকালে সদর ইউনিয়ন দেলুয়াবাড়ী দারুনা এলাকায় ৬ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য ইউনুছ আলীর সভাপতিত্বে এবং বাগবেড় বিশাল বন্দন মহিলা উন্নয়ন সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছান্নু এর আমন্ত্রনে এ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি (সারিয়াকান্দি-সোনাতলা) বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ঈদ ভাগাভাগি করতে গরীব অসহায়দের মাঝে সামান্য উপহার বিতরণ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।