সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সামিউল ইসলাম।
গতকাল সন্ধ্যায় উপহার তুলে দেন গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, জেলা ছাত্রদলের শহর সভাপতি শরিফুল ইসলাম সুজন,শহর ছাত্র দলের আহবায়ক সুজন পাটোয়ারী, সদস্য সচিব মেহেদী হাসান মুন,আশরাফুল ইসলাম, আবু সাঈদ প্রমুখ।
সামিউল ইসলাম জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৯ সালে ৬ জানুয়ারি পুলিশ আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে রাত সাড়ে ১১ টায় ইদ্রাকপুর তুলশিঘাট সড়কের পার্শে ফাকা স্থানে আমার ডান পায়ের হাটুতে বন্ধুক ঠেকিয়ে গুলি করে আমার ডান পা হাঁটুর উপরে কেটে ফেলতে হয়েছে। এই পা কাটা অবস্থায় আমাকে বন্দুকযুদ্ধ দেখিয়ে ডাকাতির প্রস্তুতি নামে সম্পুর্ন মির্থ্যা মামলা দেয় বর্তমানে মামলা গাইবান্ধা জজকোর্টে বিচারাধীন আছে। উল্লেখ্য আমাকে ধরে নেওয়ার প্রাক্কালে আমার নামে কোন ওয়ারেন্ট ছিলোনা
তিনি আরও জানান সারাদেশে অসংখ্য বিএনপির নেতাকর্মী নির্যাতন-নিপীড়ন ও মামলা-হামলার শিকার হয়। যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয়ভাবে তালিকাভুক্ত দের এই ঈদ উপহার পাঠিয়ে দেন।