চাটখিল প্রতিনিধি ,মোঃ মনির হোসেন সোহেল :
দলের শৃঙ্খলা ভঙ্গ করলে আপনি দলের যে পদের অধিকার বহন করেননা কেন, দল আপনার দায়িত্ব নিবেন না- এমন মন্তব্য করেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশগরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশগরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ১৪ মার্চ (শুক্রবার) বিকেলে উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর ও পরকোট ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পুর যৌথ সঞ্চালনায়, সভাপতিত্ব করেন পরকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ও সাবেক নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এ এম মাহাবুব উদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, বিএনপির নেতা সামসুল আরেফিন শামিম, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহাজাহান রানা, পৌর সদস্য সচিব আহসানুল হক মাসুদ, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন ভুইয়া, যুগ্ম আহবায়ক ইমাম হোসেন টিপু, যুগ্ম আহবায়ক আনিস আহমেদ হানিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান খান সাজু ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূইয়া প্রমূখ।
আলোচনা শেষে প্রায় ২ হাজার নেতাকর্মীদের উপস্থিততে ব্যারিষ্টার এ এম মাহাবুব উদ্দিন খোকনসহ আমন্ত্রিত অতিথিরা এক সাথে ইফতার করেন।