মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সমবায় দলের মুক্তাগাছা উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে নতুন ৫ সদস্যের (আংশিক) নাম ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে মুক্তাগাছার অগ্রভাগে থাকা ও বারবার কারাভোগী মোঃ শহীদুর রহমান সোহেল কে আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান তালুকদার, যুগ্ম আহবায়ক ফয়জুর রহমান ফরাজী, সদস্য সচিব মাহফুজুর রহমান মাহফুজ ও মোঃ আব্দুর গফুরকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

সমবায় দলের কমিটি ঘোষনা ও নতুন দায়িত্বপ্রাপ্তদের হাতে ঘোষণা পত্র অর্পনের লক্ষে বুধবার রাতে মুক্তাগাছা শহরস্থ দড়গাহপাড়ে এক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক (ভারঃ) শফিকুল ইসলাম, মানকোন ইউনিয়ন বিএনপির আহবায়ক ফেরদৌস হক হীরা, বিএনপি নেতা গোলাম মস্তোফা, আজাদ খান বিটুল, মাজনুন হাসান সোহাগ, আক্রাম হোসেন রুবেল, আকবর আলী বাদশা, পারভেজ তালুকদার, খোরশেদ আলম সবুজ, মোঃ আজম খান প্রমূখ। নতুন দায়িত্বপ্রাপ্ত আহবায়ক সোহেল জানান, সংগঠনের আদর্শ বজায় রেখে মুক্তাগাছার বিএনপিকে আরোও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
দলের সুনাম অক্ষুন্ন রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো। সমবায় দলের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শেখ ফরিদ জানান, ৩ মাসের জন্য এ কমিটিকে আমরা দায়িত্ব দিয়েছি। আশাবাদ প্রকাশ করে তিনি বলেন এ দলটি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে জাতীয়তাবাদী হাতকে শক্তিশালী করতে সমর্থ হবে।