মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ইজারার নামে চাঁদাবাজীর প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
শনিবার বিকেলে শিবচর পৌর মার্কেটে একটি কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসী ও চাঁদাবাজীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন যুব দলের নেতাকর্মীরা ।
এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী রাসেল মোল্লা,পৌর যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শাহিন গোমস্তা,যুবদল নেতা জসিম মৃধা,শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খোকন কাজী,মাদারীপুর জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অনিক শেখসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রাসেল মোল্লা বলেন, শেখপুর হাটের ইজারার মেয়াদ থাকতেও নতুন ইজারাদার হিসেবে রোমান ফকির হাটের ইজারা পেয়ে সরকারের কোষাগারে ধার্যকৃত টাকা জমা না দিয়েই তিনি ১লা বৈশাখ এর ২ মাস আগে থেকেই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ( মুরগী) দোকানে কাছে বিএনপি দলের নাম ভাঙ্গিয়ে ও দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে তার আজ্ঞাবহ লোকজন দিয়ে বিগত বছরের তুলনায় অতিরিক্ত খাজনার নামে চাঁদা দাবী করেন।
এর কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাব-মূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়। বাঁশকান্দি ইউনিয়নের সবচেয়ে বড় শেখপুর হাট, শিবচর উপজেলা বিএনপির নেতা ইয়াজ্জেম হোসেন রোমানের নামে নতুন ইজারা ১৪৩২ বাংলা সালের জন্য নেওয়া হয়। সরকারের কোষাগারে ধার্য্যকৃত টাকা জমা না দিয়েই খাজনার নামে চাঁদা আদায় শুরু করে।
গত ২৮ ফ্রেব্রুয়ারি রোমান ফকির তার লোকজন দিয়ে বাজারের ৭টি মুরগীর দোকানে ৬-৭ লক্ষ টাকা ইজারা নামে চাঁদা দাবী করেন।
যার কারনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়। এসব ঘটনার বিষয়ে আমি শিবচর যুবদল নেতা জানতে পেরে প্রতিবাদ করায় গত মার্চ মাসের শুরুতে আমার নামে রোমান ফকিরের নিজস্ব লোক ও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই শেখপুর হাটের খাজনা আদায়কারী এই কালাম সিপাই আমার বিরুদ্ধে মাদারীপুর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হয়রানী মূলক মামলা দায়ের করেন।
ইতি মধ্যে মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব এই ঘটনার অনুসন্ধান করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত খাজনার নামে চাঁদা দাবীর ঘটনার সত্যতা পায়।
রোমান বাহিনীর চাঁদাবাজির বিষয় জাতীয় দৈনিক ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ প্রকাশ হয়,এর পর আমার উপর ক্ষুব্ধ হয়।
এ বিষয়ে ঢাকা জজ কোর্ট থেকে একটি লিগাল নোটিশ প্রদান করা হয় উপজেলা প্রশাসনকে। রোমান ফকিরের মত একজন বিএনপির নেতা কিভাবে ফ্যাসিস্ট সরকারের আমলে সুযোগ সুবিধা নেওয়া লোক দিয়ে আবারও হাট হস্তান্তরের আগে খাজনার নামে চাঁদাবাজি করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাঁশকান্দি ইউনিয়ন ও শিবচর উপজেলার বিএনপি নেতা কর্মিসহ জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতা- কর্মীরা।
অভিযোগ অস্বীকার করে ইজ্জাম হোসেন রোমান বলেন, তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি অবগত নন। তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য নয়।