(বরিশাল) প্রতিনিধি।
বাকেরগঞ্জে পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দারের উদ্যোগে তার নিজ গ্রামের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১/৩/২০২৫ ইং শুক্রবার শুক্রবার বাদ আসর উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খেজুরা ভরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, পৌর বিএনপি নেতা আলিম জোমাদ্দার, কাজী শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহাদাত হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।