নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার মদন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির একাংশের নেতাকর্মীরা শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার চৌরাস্তা মোড়ে ঘন্টা ব্যাপি এ মানবন্ধন কর্মসূচি পালন করে। পরে একটি বিক্ষোভ মিছিল দিয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান সম্রাট, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী টুটন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান,আল মনসরুল আলম আরিফ,পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মো. এনামূল হক প্রমুখ।
বক্তারা বলেন, ২০২২ সালের ৯ এপ্রিল মদন উপজেলা বিএনপির সম্মেলনে নির্বাচনের মাধ্যমে নূরুল আলম তালুকদার সভাপতি ও রফিকুল ইসলাম আকন্দ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কমিটি গঠন করতে পারেননি তারা। এতে দলের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দলেকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে এবং দলের এই দুজনকে অব্যাহতি ও বহিষ্কার সহ নতুন কমিটি গঠনের জন্য সম্মেলনের আহবান জানান।
নুরুল হক রুনু