নুরুল হক রুনু,নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদনে উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইস পিপুল আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
রবিবার(৩০শে মার্চ)বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে,উপজেলা ছাত্রদল সভাপতি এস এইচ পিপুল আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয় যে,মদন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মীগণ যেন, তার সাথে কোন ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখে।