পিরোজপুর প্রতিনিধি :
নববর্ষ উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বলেশ্বর নদীর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে পূর্ব প্রান্তের পুরাতন খেয়াঘাটে এসে শেষ হয়।

সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘ এক কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি নেতৃবৃন্দ।
বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “জনাব তারেক রহমানের নির্দেশে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমরা এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখবো। যুব সমাজকে মাদকের করাল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ