দুমকি ( পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এ কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে জুলাই-আগষ্টের গন অভ্যুত্থানে রাজধানীতে পুলিশের গুলিতে শহীদ জসিম উদ্দিনের পরিবারের কাছে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
রবিবার (৩০ মার্চ) বিকাল ৩টায় পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের বাড়িতে এ ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।
এ সময় জেলা বিএনপি সদস্য মাকসুদ আহমেদ বাইজীদ পান্না , মোঃ তৌফিক আলী খান কবির, দুমকি উপজেলা বিএনপি নেতা জসীম উদ্দিন হাওলাদার , মতিউর রহমান দিপুসহ জেলা – উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিতি ছিলেন।