সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি;
পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বাউফল থানায় মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে লিখিত মিথ্যা বানোয়াট তথ্য করার প্রতিবাদে সংবাদ সংম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাওলানা ইয়াসিন, আদাবাড়ীয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক রিমন ও যুগ্ম আহবায়ক লিটন।
ওই সময় বক্তরা জানান, ডিলার সুজন প্রতি ড্রামে ১৪ লিটার তেল কম দেন। প্রায় দেড় বছর পর্যন্ত তিনি এভাবে তৈল কম দিয়ে আসছেন। কিন্তু তিনি হিসাব দিবেন হিসাব করবেন বলে মাসের পর মাস অতিবাহিত করেন। বুধবার বিকালে দুই ড্রাম তৈল আটকে রাখলে তিনি ট্রিপল নাইনে ফোন দেন। পরে থানায় গিয়ে আট লক্ষ টাকা ৪০ ব্যারেল তেল আটকে রাখার অভিযোগ দেন। স্থানীয়রা জানান, তেল কম দেওয়া নিয়ে দোকান মালিক লিটন এর সাথে ডিলারের সাথ কথা-কাটাকাটি হয়েছে।
তবে টাকা ছিনতাই হয়েছে এরকম কোন ঘটনা আমাদের সামনে ঘটেনি। বাউফল থানার ওসি কামাল হোসেন জানান, তুষার নামে এক তৈল ব্যবসায়ীর টাকা ও তেল ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।