ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির রাজাপুরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের উপস্থিতিতে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাজাপুর উপজেলা বিএনপির দলীয় পদ স্থগীত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধরের এ অভিযোগ করেন মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হালিম গাজী জানান, গত ১১ এপ্রিল উপজেলার মঠবড়ি মাহামুদিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় মাইক্রফোন কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়। এরপর তাকে মাদ্রাসার একটি কক্ষে দীর্ঘক্ষন আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় উপজেলা বিএনপির দলীয় পদ স্থগীত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন ও তার সহযোগীরা।
ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি যুবদল নেতাকে মারধর ও হুমকির বিষয়ে অবগত ছিলেন। মাদ্রসা কক্ষে নিয়ে মারধরের ঘটনা তাৎক্ষনিক কেন্দ্রীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের জানানো হয়। কিন্তু তিনি এ ঘটনায় কোনো পদক্ষে নেয়ার পরিবর্তে নাসিম আকনের পক্ষে অবস্থান নেন এবং ধমক দিয়ে বলেন, রাজাপুরে রাজনীতি করতে হলে নাসমি আকনের কথা মতো চলতে হবে। অন্যথায় কাউকেই রাজনীতি করতে দেয়া হবেনা।
সংবাদ সম্মেলন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও বিভাগীয় সাংগঠনিক টিম এবং জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে এ ঘটনার বিচার দাবি করেছেন যুবদল নেতা হালিম গাজী।
এ ব্যাপারে রাজাপুর উপজেলা বিএনপির দলীয় পদ স্থগীত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন জানান, তিনি এধরনের কোনো ঘটনার সাথে জড়িত নন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন অভিযোগ উত্থাপন করা হয়েছে।
এস.এম. পারভেজ