বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা জুলাই অভ্যূত্থানে শহীদ ও আহতদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে বিএনপি যদি জনগণের রায়ে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে সকল শহীদ ও জুলাই অভ্যূত্থানে আহতদের পাশে রাষ্ট্রীয়ভাবে আমরা দাঁড়াবো। .শহীদ আবু সাঈদ ও মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে যারা শপথ নিয়েছিল তারা কিভাবে হৃদয়কে বিনা চিকিৎসায় মেরে ফেললো। রাষ্ট্রের উচিত এখনও যারা আহত রয়েছে তাদেরকে খুঁজে বের করে উন্নত চিকিৎসা দেয়া। সংস্কারের নামে নির্বাচন পিছানোর কথা বলে সময় ক্ষেপন না করে আহত যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে তাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন, তা না হলে জনগণ আবারও মাঠে নামতে পারে।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের উদ্যোগে ৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানে আহত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আশিকুর রহমান হৃদয় বিনা চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে এবং অন্যান্য আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এ এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদুল ইসলাম শহিদ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় জনতা ফোরামের সভাপতি মোহাম্মদ অলিদ তালুকদার সিদ্দিকী, ঢাকাস্থ বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আনোয়ার হোসেন টিপু, উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমি, মানবাধিকার নেতা রেজাউল কবির সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার হাদি বাড়ী ইউনিয়নের পাশ্চিম যৌতা গ্রামের রিক্সা চালক আনসার হাওলাদারের পুত্র আশিকুর রহমান হৃদয় (১৮) ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভাবের তাড়নায় শ্রমিকের কাজ করত। জুলাই বিপ্লব শুরু হলে সে নিয়মিত মিছিল মিটিংএ অংশগ্রহণ করত। ১৮ই জুলই ২৪ যাত্রাবাড়ীর এলাকায় পুলিশের গুলিতে আহত হয় হৃদয়। তার মাথার ভিতরে তিনটি গুলি বিদ্ধ হয়। ফ্যাসিস্ট হাসিনা সরকারের ভয়ে গরীব হৃদয়ের চিকিৎসা চলে গোপনে লুকিয়ে। ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং অপারেশন করে চিকিৎসকরা তার ২টি গুলি বের করতে পারলেও একটি গুলি মাথায় রয়ে যায়।
হৃদয় বাউফলের গ্রামের বাড়ীতে চলে যায়। সেখানে প্রায় হৃদয় অসুস্থ হত। বাবা আনসার হাওলাদার তার চিকিৎসার জন্য তার সম্বল রিক্সাটি ও একটি গরু ছিল সেটা বিক্রি করে চিকিৎসা চালিয়ে যায়।
এমতাবস্থায় সরকার, জুলাই ফাউন্ডেশন ও অন্যান্য রাজনৈতিক দল এবং সংগঠন থেকে তেমন কোন সাহায্য সহযোগীতা পায়নি বলে জানান। গত ২ মার্চ হৃদয় খুব অসুস্থ হয়ে পরে এবং ৪ মার্চ শুক্রবার দুপুর ১২টার সময় শারীরিক অবস্থার অবনতি হলে বাউফল উপজেলা হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালের চিকিৎসক ডাঃ আব্দুর রব তাকে বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য বলেন। কিন্তু হৃদয় দুপুর ৩টার সময় ইন্তেকাল/শহীদ হন। এভাবে উপযুক্ত চিকিৎসা না পেয়ে অবহেলায় একজন জুলাই যোদ্ধার মৃত্যু তার পরিবার তথা এলাকাবাসী মেনে নিতে পারছে না। তার বাবা মার আক্ষেপ আমার সন্তান দেশের জন্য, জাতির জন্য জীবন বাজি রেখে আন্দোলন করলো, আহত হলো, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিয়ে গুলি বের করলে হয়তো হৃদয় বেঁচে যেতো।
আজকের এই মানববন্ধন থেকে হৃদয়ের পরিবারসহ অন্যান্য আহতদের ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি এবং অবিলম্বে সকল আহতদের তালিকা করে তাদের যথাযথ চিকিৎসার দাবি জানাচ্ছি। হৃদয় কেন চিকিৎসা পেলো না, এর সঙ্গে কাদের গাফিলতি আছে তার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে এবং উপযুক্ত শান্তির ব্যবস্থা করতে দাবি জানাচ্ছি। হৃদয়ের হত্যা মামলা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দাবি জানাচ্ছি।
প্রবণতা
- হবিগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
- সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা!
- গাইবান্ধায় সাবেক সংসদ সদস্য সারওয়ার কবীর কারাগারে
- রাজনগর থানা পরিদর্শনে পুলিশ সুপার,কার্যক্রমে সন্তোষ
- চিকিৎসকের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসক ওএসডি
- সিংগাইরে তেলের লড়িতে অগ্নিকান্ডে লড়ি ও মোটরসাইকেল ভস্মীভূত
- খালেদ জুয়েল’র থাবা থেকে মানুষ মুক্তি চেয়ে মানববন্ধন
- সাতক্ষীরায় পরিবেশ উন্নয়ন সংঘের কমিটি গঠন : সভাপতি পল্টু বাসার, সম্পাদক কাজী সবুর
জুলাই অভ্যূত্থানের যুবক হৃদয় মাথায় গুলিবিদ্ধ নিয়ে ৮ মাস পর মৃত্যু! এ দায়ভার কার?
Keep Reading
একটি মন্তব্য যোগ করুন
আপডেট সদস্যতা
বাংলা এফএম থেকে সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ ও আপডেট পান
Publisher: Anwar Murad
Editor: Mo Rashidul Islam (Rashed Manik)
Office- House-164/1, Road-3, Muhammadia Housing Limited, Muhammadpur, Dhaka.Mobile-01915-098961 Email: bangla.fm2020@gmail.com
© 2025 BanglaFM. All Rights