তানভীর তুহিন,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঈদগা ময়দানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গা উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম এম হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুন্সী ইসারত হোসেনসহ ভাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চান এবং বিএনপির মধ্যে গ্রুপিং বাদ দিয়ে দলকে সংগঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান।