জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে মামুদপুর ইউনিয়ন দেওগ্রাম এলাকায় মুসলিম উম্মাহ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর
উপলক্ষে ৩০ শে মার্চ রবিবার সকাল ১১টায় যুগ্ম সাধারণ সম্পাদক মামুদপুর ইউনিয়ন বিএনপির রিপন মন্ডলের নেতৃত্বে ৬ নম্বর ওয়ার্ডে অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদ উপহারের আয়োজন করেন। এতে শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ৬ নং ওয়ার্ড মামুদপুর ইউনিয়ন বিএবপির সাবেক ও প্রবীন নেতা গোলাম রাব্বানী ৷ প্রধান অতিথি বলেন, বিএনপি সবাইকে নিয়ে একসাথে আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপনের লক্ষে এলাকাভিত্তিক দুঃস্থ ও অসহায়দের ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান অব্যাহত রয়েছে। তিনি বলেন, বর্তমানে জনগণের অবস্থা তেমন ভাল নেই। পতিত সরকার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছে। এ অবস্থায় খেয়ে পড়ে বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। এজন্য ঐসকল অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই বিএনপি অসহায় ও দুঃস্থদের পাশে এসে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি।