সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
কাতারের রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এক মনোমুগ্ধকর অভিষেক,ইফতার মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান রোববার (৩০ মার্চ) জানান,গত ২৬ মার্চ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের অভিষেক হয়।
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রেনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালিকের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান।
তিনি তার বক্তব্যে বলেন,”কুলাউড়াবাসী সবাই এক পরিবারের সদস্য। কাতার কমিউনিটিতে বিভিন্ন মত,দল বা আদর্শ থাকতে পারে,তবে আমরা সবাই কুলাউড়াবাসী। আমাদের মধ্যে একতা থাকলেই কুলাউড়ার উন্নতি হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; জালালাবাদ এসোসিয়েশন কাতারের সভাপতি মো. শাহাজান মিয়া,বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ,জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী জাহাঙ্গীর,কমিউনিটি নেতৃবৃন্দ ফজলুল করিম, আনা মিয়া,আব্দুল খালেক,সৈয়দ হারুনুর রশিদ এবং মকবুল মিয়া।
অনুষ্ঠানে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আমির উদ্দিন, মনজুরুল ইসলাম আব্বাস, নোমান, মাসুম, রেজাউল করিম সোহাগ এবং সেলিম আহমদ তাদের বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষে মাওলানা সাজ্জাদ হোসেনের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারে বসবাসরত কুলাউড়াবাসীদের মধ্যে একে অপরকে সহায়তা করার মানসিকতা প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে কুলাউড়ার সমাজিক উন্নয়ন ও মানবতার সেবায় কাজ করছে।