প্রবাসী বাংলাদেশিদের সুবিধা বিবেচনায় ব্যাগেজ রুলস সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২ জুলাই থেকে কার্যকর হওয়া ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’-এ এই সংশোধন আনা হয়েছে।
বুধবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীবান্ধব ও বাস্তবভিত্তিক ব্যাগেজ ব্যবস্থা প্রণয়নের উদ্দেশ্যে সংশোধিত বিধিমালায় প্রবাসীদের জন্য বাড়তি সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও স্বর্ণবার আনার ক্ষেত্রে ছাড় এবং অনলাইন ব্যাগেজ ঘোষণা ব্যবস্থা।
নতুন ব্যাগেজ রুলসের উল্লেখযোগ্য দিকগুলো হলো- যাত্রীরা প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন শুল্ক ছাড়ে আনতে পারবেন। বিএমইটি কার্ডধারী ও ন্যূনতম ছয় মাস বিদেশে অবস্থানকারী প্রবাসীরা বছরে শুল্ক ছাড়ে দুটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। প্রতি বছরে একবার কোনো যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার বা ২০০ গ্রাম রৌপ্যের অলংকার শুল্ক ছাড়ে আনতে পারবেন, একাধিকবার ভ্রমণ করলেও মোট পরিমাণ এই সীমার মধ্যে থাকতে হবে।
এছাড়াও প্রতি বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার ৫ হাজার টাকা শুল্ক-কর দিয়ে আনতে পারবেন। সব যাত্রী এখন থেকে অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিতে পারবেন।
তবে, কাস্টমস হল বা কাস্টমস এলাকা ত্যাগ করার আগেই ব্যাগেজ ঘোষণা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সুবিধার অপব্যবহার না হয়। এনবিআর জানিয়েছে, এসব সংশোধন ছাড়া ব্যাগেজ রুলস সংশ্লিষ্ট অন্যান্য সব সুবিধা অপরিবর্তিত থাকবে।