পর্তুগালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন পর্তুগাল প্রবাসীরা। স্থানীয় সময় (১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মার্তিম মনিজ বায়তুল মোকাররাম জামে মসজিদে পবিত্র শবে বরাত এর বিশেষ গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদে সম্মানিত ইমামগন।
মাগরিবের পর কোরআন তেলাওয়াত, হামদ ও নাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সূচনা আলোচনা পেশ করেন মসজিদের ছানী ইমাম ও খতিব মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ ,ছানী ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন এবং সর্বশেষ আলোচনা ও বিশ্ববাসীর জন্যে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের প্রধান ইমাম ও খতিব অধ্যাপক মুফতি মাওলানা আবূ সাঈদ।
প্রতি বছরের ন্যায় এবারও মসজিদে পবিত্র রমজানে প্রতিদিন প্রায় ৫০০ লোকের ইফতারের ব্যবস্থা করা হবে বলে জানান মসজিদের সভাপতি প্রবীণ কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দীন। কমিউনিটির সকল মানুষ সাধ্য অনুযায়ী ইফতারে সহযোগিতা করার জন্যে কমিটির পক্ষ থেকে আহবান করা হয়। শেষে মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করেন মসজিদের প্রধান ইমাম ও খতিব অধ্যাপক মুফতি মাওলানা আবূ সাঈদ।