মো: শাকিল হোসেন শওকত, স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ নভেম্বর সকাল ১০টায় নাগরপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আঃ মমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। আরও উপস্থিত ছিলেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল কুদ্দুস, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম।
প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় প্রায় ৪৫টি স্টলে বিভিন্ন ধরনের প্রাণী উন্নত জাতের গরু, ছাগল, ভেরা, হাস মুরগী, কবুতর, টিয়া পাখি সহ নানা ধরনের প্রাণী স্টলে স্থান পেয়েছে।







