মো. মোস্তাফিজুর রহমান রিপন,ঝালকাঠি, প্রতিনিধি:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাবেক জনপ্রিয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নলছিটির দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্টসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট,পুরাতন ফেরিঘাটসহ বিভিন্ন এলাকায় বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির সিকদার, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাওলাদার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ কাওছার মিঠু, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রায়হান গাজী, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিমন খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম খান, সাংগঠনিক সম্পাদক প্রান্ত খান, দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি তানভীর প্রমুখ।
এসময় তিনি বলেন, জনগণ একবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এরপর ফ্যাসিস্ট আওয়ামী সরকার সবার ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আবারও সুযোগ এসেছে জনগণের ইচ্ছায় ভোটাধিকার প্রয়োগের। এবার জনগণ তাদের যোগ্য সংসদ সদস্যকে ভোটের মাধ্যমে বেছে নিবেন। আমি জনগণের কাতারের মানুষ জনগণের সুখে দুঃখে তাদের পাশেই থাকতে চাই।







