‘আজকের শিশুরা আগামীর সম্ভাবনাময় নাগরিক। তাই তাদের যোগ্য হিসেবে গড়ে তুলতে দেশের প্রতিটি শিশুর অধিকার ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে হবে। যা একার পক্ষে সম্ভব নয়। এ জন্য আমাদের সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে।’ রাজশাহীর তানোরে আয়োজিত শিশু সমাবেশ ও শিশু সুরক্ষা প্রচারাভিযানে বক্তারা এসব কথা বলেন।
শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেলে রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল-মথুরা গ্রামে এ ‘শিশু সমাবেশ ও শিশু সুরক্ষা প্রচারাভিযান’ অনুষ্ঠিত হয়। ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ-২০২৫ উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক শিশু, কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন।
শিশু ও যুব ফোরাম এবং স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তানোর এপি, স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটি, স্বেচ্ছাসেবী যুব সংগঠন স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা এবং উন্নয়ন গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়্যাস)’ এ ‘শিশু সমাবেশ ও শিশু সুরক্ষা প্রচারাভিযান’র আয়োজন করে।
স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মো. রুবেল হোসেন মিন্টুর সঞ্চালনা ও পরিচালনায় এতে সভাপতিত্ব করেন, গ্রাম উন্নয়ন কমিটি’র সভাপতি মো. রফিকুল ইসলাম। সমাবেশে মূখ্য আলোচক হিসেবে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি লেখক, উন্নয়ন ও অধিকারকর্মী মো. শামীউল আলীম শাওন নারী ও শিশুর অধিকার ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।
আলোচনাকালে সমাবেশে মূখ্য আলোচক ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি লেখক, উন্নয়ন ও অধিকারকর্মী মো. শামীউল আলীম শাওন বলেন, ‘আমাদের বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদের (ইউএনসিআরসি) স্বাক্ষরকারী দেশ। বিধায় দেশে জাতীয় শিশুনীতি-২০১১ এবং শিশু আইন, ২০১৩ এর মাধ্যমে শিশুদের সুরক্ষার আইনি ভিত্তি তৈরি হয়েছে। নারী ও শিশুর নিরাপত্তায় দেশে একাধিক আইন ও বিধিমালা বিদ্যামান। তবুও দেশে নারী ও শিশুরা আজ সুরক্ষিত নয়। কেননা দেশে একাধিক আইন ও বিধিমালা থাকালেও তার বাস্তবায়ন নেই। তাই আমাদের শিশু বিশেষত কন্যাশিশু ও কিশোরীরা তাদের নিকট আত্মীয়-স্বজনদের দ্বারা যৌনহয়রানীসহ বিভিন্ন ধরণের সহিংসতার শিকার হচ্ছেন। যা চক্ষুলজ্জা ও আত্মসম্মানহানীর ভয়ে চাপা পড়ে থাকছে। এতে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি তাদের ভেতরে থাকা সুপ্ত সম্ভাবনার হচ্ছে অপমৃত্যু। তাই আমাদের সকলকে এ বিষয়ে সর্তক ও সজাগ থাকতে হবে।’
সমাবেশে বক্তব্য দেন, শিশু ও যুব ফোরাম প্রতিনিধি মোসা. আলফিয়া খাতুন, নারী ও শিশু উন্নয়নকর্মী নাসরীন খাতুন, বরেন্দ্র কবি আলাল উদ্দিন, ওয়ার্ড ভিশন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার ঝুনু লিমা বৈদ্য, গ্রাম উন্নয়ন কমিটি’র প্রতিনিধি শরিয়ত উল্লাহ প্রমূখ।
মো. শামীউল আলীম শাওন
লেখক ও সমাজ উন্নয়নকর্মী
এম.এ (বাংলা), বি.এ (অনার্স), পি.জি.ডি-ইন-আইটি (রাবি)
সভাপতি, ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, রাজশাহী।
সভাপতি, ভঙ্গী নৃত্য শিল্পালয়, রাজশাহী।