অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে দুদক চাঁদপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযোগ রয়েছে, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ পেতে গ্রাহকদের দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ গুনতে হয়। এ বিষয়ে সেবা গ্রহীতাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিত বক্তব্য গ্রহণ করে দুদক।
দুদকের সহকারী পরিচালক মো. আজগর হোসেন বলেন:
“বিআরটিএ অফিসে সেবা নিতে এসে অনেককে হয়রানি ও দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে — এমন অভিযোগ আমাদের গোচরে আসে। কমিশনের অনুমোদন নিয়ে আমরা ছদ্মবেশে অভিযান চালাই। মোবাইলে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেও প্রাথমিক সত্যতা পেয়েছি।”
তিনি আরও জানান, অনেকেই জানিয়েছেন, গাড়ির শো-রুম বা নির্দিষ্ট কিছু ব্যক্তি বাড়তি অর্থ নিচ্ছেন। এ নিয়ে বিস্তারিত নথিপত্র পর্যালোচনা করে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
বিআরটিএ কর্তৃপক্ষ কী বলছে?
অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ বলেন, “অভিযোগকারীরা কেউ সরাসরি আমাদের নাম বলেনি। কেউ শো-রুম, কেউ দালালের কথা বলেছে। তারা যদি অফিসে এসে অভিযোগ করতো, তাহলে দেখা যেত কারা প্রকৃতপক্ষে জড়িত।”
তিনি জানান, কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে দালাল ও শো-রুমের মাধ্যমে অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করেন তিনি।
দুদকের অনুসন্ধান চলমান রয়েছে, এবং প্রতিবেদন জমার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।