নওগাঁ প্রতিনিধি,মোঃ হাবিবুর রহমান:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মোজাফফর হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ দাসের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছেন সমিতির সাধারণ সদস্যরা এবং এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার ও সিন্ডিকেটের মাধ্যমে জনসাধারণকে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী কাজী সামছুল আলম জানান, বিকাল ৪টার পর দলিল রেজিস্ট্রি করতে গেলে পার দলিল হিসেবে অতিরিক্ত ১,০০০ টাকা দিতে হয়। নাইট গার্ড শাহজামাল বুধু এই অতিরিক্ত ফি আদায়ের কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, সরকারি ফি ও স্টাম্প মিলিয়ে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা হলেও দলিল লেখকদের কাছ থেকে প্রায় ১১ হাজার টাকা পর্যন্ত ‘মুহুরী সমিতি’ নামের সিন্ডিকেটে দিতে হয়। জমি রেজিস্ট্রি করতে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়ন্ত্রণমূলক ও অনিয়মিত অর্থ আদায় করা হচ্ছে।
পূর্বে এমন অভিযোগ নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের অনীহা ও পদক্ষেপহীনতার কারণে দুর্নীতি ও অনিয়ম বেড়েই চলেছে। অভিযোগ রয়েছে, সভাপতি ও সাধারণ সম্পাদক একক ভাবে দলের ক্ষমতা ধরে রেখেছেন এবং তাদের অনুমতি ছাড়া কেউ দলিল ফি কম নিতে পারেন না। সালামি না দিলে দলিল আটকে রেখে চাপের মুখে ফেলেন বলে দাবী করেছেন ভুক্তভোগীরা।
দলিল লেখক সমিতির সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ দাস সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকার করে বলেন, “আমরা কোন অনিয়ম করি না, এখন কথা বলার সময় নেই।”
সাব রেজিস্টার অফিসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন জানান, “আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি, তবে লিখিত অভিযোগ পেলে জেলা রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগীরা সিন্ডিকেট ভেঙে সরকারি আইন অনুযায়ী জমি রেজিস্ট্রি করার দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।