নেত্রকোণা প্রতিনিধি :
দীর্ঘ দেড় যুগ পর নিজ নির্বাচনী এলাকার হাওরাঞ্চালের পানি বুক চিড়ে স্পিডবোট নিয়ে গ্রাম থেকে গ্রামে প্রিয় জনগনের সাথে কুশল বিনিময় করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। গত শনিবার থেকে রবিবার (২৪ আগষ্ট) সন্ধ্যা পর্যন্ত তিনি হাওর পাড়ে বিভিন্ন গ্রাম ও হাট বাজারে ঘুরে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে করেছেন পথসভা ও উঠান বৈঠক।তাঁর এই আগমন যেন হাওরের স্থিমিতে পরা জলরাশিকে উত্তাল ঢেওয়ে মুখরিত করে তুলেছিল। তিনি হারাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪৩টি গ্রাম ঘুরেছেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোণার মদন উপজেলায়। তিনি তিনবার নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তার আগমনে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শহর থেকে গ্রামসর্বত্র তোরণ নির্মাণ সহ ব্যানার টানিয়ে স্বাগত জানানো হয়। রাস্তাঘাট, চায়ের দোকান থেকে অফিস-আদালত পর্যন্ত আলোচনায় উঠে আসে কেবল বাবরের নাম। এ সফরে সঙ্গী ছিলেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতা কর্মীবৃন্দ।
অর্ধশতাধিক স্পিডবোট ও তিন শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই গণসংযোগে হাওর পাড়ের প্রতিটি গ্রামে শত শত মানুষ হাত নাড়িয়ে বাবরকে অভ্যর্তনা জানায়। দীর্ঘ দেড় যুগ পর তাকে কাছে পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা যায়।
গ্রামীণ জনতার সঙ্গে আলাপচারিতায় বাবর বলেন, যুবকদের শিক্ষায়, কারিগরি দক্ষতায় ও ব্যবসায় এগিয়ে যেতে হবে।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়া জন্য কাজ করার আহবান জানান।
এই নেতা ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানে শীষ প্রতীক নিয়ে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ৩য় বারে এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।