সুলতান মাহমুদ, (দিনাজপুর প্রতিনিধি):
দিনাজপুরে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূর্ণভবা নদীর সাধুর ঘাটে । ঢাক, কাঁসা, শঙ্খধ্বনি আর উল্লাসের মধ্য দিয়ে বিদায় নেওয়া দেবী দুর্গার আগমনী সুর আবারও প্রতিধ্বনিত হয়, আসছে বছর আবার হবে।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়। বাদ্যযন্ত্রের তালে তালে উচ্ছ্বাসে ভরে ওঠে দিনাজপুর শহরের প্রধান সড়কগুলো। শোভাযাত্রা শেষে দেবী দুর্গার প্রতিমা পুনর্ভবা নদীর সাধুর ঘাটে বিসর্জন দেওয়া হয়।
বিসর্জন দেখতে ঘাটে হাজারো নারী-পুরুষের ভিড় জমে। প্রতিমা বিসর্জনের মুহূর্তে অনেকে উল্লাসধ্বনি দিতে থাকেন, আবার কেউ কেউ চোখের জল ফেলেন বিদায়ের আবেগে।
দিনাজপুরের বাসিন্দা শ্রীমতি রিমা সরকার বলেন, “মা দুর্গার আগমন আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে। কিন্তু বিসর্জনের সময় মনটা ভারী হয়ে যায়। তবে আমরা বিশ্বাস করি, মা আগামী বছর আবার আসবেন।”
স্থানীয় ব্যবসায়ী মনোরঞ্জন রায় বলেন, “দিনাজপুর শহরের প্রতিটি পূজামণ্ডপে এবার খুব সুন্দর পরিবেশে পূজা হয়েছে। শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন হচ্ছে দেখে আমরা খুশি।”
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, “পুলিশ, আনসার, র্যাব, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা একসঙ্গে মাঠে কাজ করেছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
দিনাজপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় জানান, “জেলাজুড়ে ১২৫৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হলো।