মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুর-ঢাকা রুটে দ্রুতগামী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর থেকে এ রুটে কোনো বাস চলাচল করছে না, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শ্রমিক সূত্রে জানা যায়, গোপালপুর বাস শ্রমিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ হিরা মিয়া পৌর শহরের পাইকা গ্রামের বাস শ্রমিক হারুনুর রশিদকে ডাক দিলে তিনি সাড়া না দেওয়ায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে হিরা মিয়া হারুনুর রশিদকে চড় মারেন।
পরবর্তীতে অন্যান্য শ্রমিক কর্মকর্তা ঘটনাটি মীমাংসার চেষ্টা করে হারুনুর রশিদকে গাড়ি নিয়ে ঢাকায় যাওয়ার পরামর্শ দিলেও তিনি পাইকা এলাকায় গিয়ে গাড়িটি বন্ধ করে দেন। এরপর থেকেই গোপালপুর-ঢাকা রুটে সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইবনে খালিদ বলেন, শ্রমিক কর্মকর্তা ও শ্রমিকের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে, খুব দ্রুতই বাস চলাচল স্বাভাবিক করা হবে।
অন্যদিকে গোপালপুর বাস মালিক সমিতির কর্মকর্তা প্রবীর চন্দ্র চন্দ্র বলেন,
শ্রমিক কর্মকর্তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গাড়ি বন্ধ রয়েছে। আজই সমাধান করে বাস চলাচলের ব্যবস্থা নেওয়া হবে।
বাস চলাচল বন্ধ থাকায় গোপালপুর-ঢাকা রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।







