বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেন তিনি।
রাফি তার হবু স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোআ একান্ত কাম্য।
অপরদিকে তার হবু স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিতু নিজের ফেসবুকেও তাদের ছবি পোস্ট করে একই ধরনের বার্তা প্রকাশ করে লিখেছেন, আলহামদুলিল্লাহ।
রাফির সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস মিতুর বাড়ি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়ার গাবতলায়। মিতুর বাবা জাকির হোসেন একটি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং তার মা একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
তবে বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস মিতু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিং করার জন্য ঢাকায় গেলে রাফির সঙ্গে পরিচয় হয়। সেখান থেকেই বিয়ের সূত্রপাত।