জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বলেন, “জাপার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এর আগে একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীও আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জানায়।
জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একই ধরনের সিদ্ধান্ত জাতীয় পার্টির ব্যাপারেও নেওয়া যেতে পারে।”
তিনি আরও জানান, অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। পুরোনো ভোট পদ্ধতিতে কেন্দ্র দখল ও অনিয়ম হয়, তাই নতুন পদ্ধতিতে নির্বাচন হলে এসব বন্ধ হবে।
ডা. তাহের বলেন, “যেসব বিষয়ে মতভেদ রয়েছে, সবাই মিলে বসে তা নিরসন করতে হবে। সবাই মিলে সবার অংশগ্রহণ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তখন যারা পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে, তারা সুযোগ পাবে।”







