আগামীকাল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবি করেন।
আজ এক বিবৃতিতে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা ও নির্বাহী চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে যথাযথ মর্যাদায় শেরে বাংলা এ কে ফজলুল হক এর ৬৩তম মৃত্যুবার্ষিকী পালন করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে পদ্মাসেতুর নামকরণ শেরে বাংলা সেতু নামকরণ করতে হবে। শেরে বাংলা যেখানে শায়িত রয়েছেন সেই তিন নেতার মাজারে শেরে বাংলা মিউজিয়াম করার আহ্বান জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, দেশ ও মানুষের জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক যে অবদান তা চির স্মরণীয় হয়ে থাকবে। উপ-মহাদেশের একজন প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ ও গণমানুষের নেতা ছিলেন তিনি। শোষিত ও লাঞ্চিত কৃষক প্রজার ত্রাণকর্তা হিসেবে তিনি জমিদারী প্রথা উচ্ছেদ ও মহাজনী আইন পাশ এবং ঋনশালিশী বোর্ড গঠন করে মহাজনদের শোষন থেকে কৃষকদের মুক্ত করেছিলেন। অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী হিসেবে তিনি এদেশের মানুষকে শিক্ষা ও রাজনীতি, সমাজ সংস্কারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য অনন্য অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং আল্লাহ যেন এই মহান নেতাকে জন্নাত দান করেন সেই প্রার্থনা করি।
২৭ এপ্রিল সকাল ৮টায় শেরে বাংলার মাজারে
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের শ্রদ্ধা নিবেদন
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা ও নির্বাহী চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার নেতৃত্বে ২৭ এপ্রিল সকাল ৮টায় শেরে বাংলার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হবে। মাজার প্রাঙ্গণে শেরে বাংলার নামে পদ্মাসেতু করার দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করা হবে। সকলকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।
বার্তা প্রেরক
তানজিম মীম
সদস্য
নির্বাহী কমিটি