(আব্দুল্লাহিল কাফি, বাংলা এফএম প্রতিনিধি)
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এক অভূতপূর্ব ঘটনায় একযোগে ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঠিক কী কারণে এই গ্রেফতার—তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
গ্রেফতার হওয়া চেয়ারম্যানরা হলেন—কঞ্চিপাড়া, গজারিয়া, উড়িয়া, ফুলছড়ি, ফজলুপুর এবং এরেন্ডাবাড়ী ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান।
বুধবার (২১ মে) সকালে ফুলছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা চত্বর ত্যাগের সময়ই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছয় চেয়ারম্যানকে হেফাজতে নেয়। পরে তাদের ফুলছড়ি থানায় নিয়ে যাওয়া হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।
ঘটনাটি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা। অনেকেই এই ঘটনাকে “নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি অসম্মানজনক আচরণ” হিসেবে বর্ণনা করেছেন।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“আমরা এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না। তদন্ত চলছে, আনুষ্ঠানিকভাবে জানানো হবে যথাসময়ে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, সম্প্রতি কিছু প্রকল্প বাস্তবায়ন ও সরকারি সহায়তা বণ্টনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতেই হয়তো এই অভিযান পরিচালিত হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, ফুলছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানদের একযোগে গ্রেফতারের ঘটনা এর আগে কখনো ঘটেনি। প্রশাসনিক ইতিহাসে এটিকে নজিরবিহীন বলে উল্লেখ করছেন স্থানীয়রা।