দেওয়ান মাসুকুর রহমান
নিজস্ব প্রতিবেদক , শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
চায়ের বাজারমূল্য বৃদ্ধি পেলে রেশিও অনুযায়ী চা শ্রমিকদের মজুরি বাড়ানো হবে বলে জানিয়েছেন শ্রম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (১৭ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তরের আয়োজনে আয়োজিত এক মতবিনিময় সভায় চা শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন। সভায় শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যার কথা তুলে ধরেন।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “চায়ের নিলামে মূল্য বৃদ্ধির জন্য চা বোর্ডের সঙ্গে কথা বলবো। মূল্য বাড়লে রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরি বাড়বে।” তিনি আরও জানান, “সরকার চা শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।”
সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এছাড়া আরও বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন, ঢাকার উপপরিচালক নাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহসভাপতি পংকজ এ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালির সহসভাপতি শ্রীমতি বাউড়ি, আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক ও নারী নেত্রী গীতা রানী কানু।
এর আগে উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন শ্রম দপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। সভায় চা শিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিতকরণে গুরুত্বারোপ করা হয়।