সরকারের কঠোর নিয়মকানুন ও হস্তক্ষেপের ফলে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিমান টিকিটের ভাড়া ৭৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে যেতে যাত্রীদের ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত গুণতে হয়েছিল। তবে সরকারের কঠোর নজরদারি ও বাজার শৃঙ্খলা আনার ফলে এখন সেই টিকিটের মূল্য নেমে এসেছে ৫০ হাজার থেকে ৪৮ হাজার টাকায়। এমনকি কিছু রুটে (দাম্মাম ও রিয়াদ) টিকিটের মূল্য ৩৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি কৃত্রিম টিকিট সংকট ঠেকাতে নতুন বিধিনিষেধ জারি করে। নিয়ম অনুযায়ী, এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি ছাড়া টিকিট বুক করা যাবে না। এর ফলে ব্লক করা টিকিট উন্মুক্ত হয়ে আসনের সংখ্যা বেড়েছে এবং প্রতিযোগিতা বাড়ায় ভাড়া কমতে শুরু করেছে।
আটাব সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিহিত করেছে। আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বলেন, “এই সিদ্ধান্ত কেবল যাত্রীদের জন্য নয়, পুরো ভ্রমণ শিল্পের জন্য উপকারী। ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিয়মকানুন ও পর্যবেক্ষণ অব্যাহত রাখা প্রয়োজন।”
বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে প্রবাসী কর্মীদের আর্থিক চাপ কমবে এবং বিমান ভাড়ার বাজার দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকবে।