পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সোমবার ঢাকার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনুস বলেন, “আজ অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এ ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের কামনা।”
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে এক ভিডিও শেয়ার করে লেখেন, “শেষ কবে বাংলাদেশের মানুষ নিজ দেশের রাষ্ট্রপ্রধানের সাথে একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ে এইভাবে কুশল বিনিময় করেছে জানা নেই….!”
ঈদের জামাতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির সাধারণ মানুষের সঙ্গে এমন আন্তরিক অংশগ্রহণে উপস্থিত মুসল্লিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।