জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নিক্ষিপ্ত বোতলে মাথায় আঘাত পাওয়া তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জনপ্রিয় ব্লগার ও রাজনীতি বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, মাহফুজের মাথায় আঘাত ‘জীবনঘাতী’ হতে পারে।
পিনাকী লেখেন, “মাথার খুলি দেখতে শক্ত মনে হলেও, কিছু কিছু জায়গা অত্যন্ত সেনসেটিভ। মাহফুজের মাথায় যেভাবে এবং যেখানে আঘাত লেগেছে, সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন জায়গায় সজোরে আঘাত লাগলে তা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। যেকোনো অভিজ্ঞ ডাক্তার এই আঘাতের প্রকৃতি দেখেই উদ্বেগ প্রকাশ করবেন।”
তিনি আরও যোগ করেন, “এই ধরণের আঘাতে তাৎক্ষণিক ইনট্রা-ক্রেনিয়াল হেমোরেজ (মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণ) হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত সংকটজনক, এমনকি দুই থেকে তিন সপ্তাহ পরেও মাথার ভেতরে রক্তপাতের ঝুঁকি থাকে। আমি মাহফুজ আলমকে অন্তত তিন সপ্তাহ হাসপাতালে ভর্তি থেকে পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিচ্ছি। নিউরোসায়েন্স ইন্সটিটিউট এ জন্য সবচেয়ে উপযুক্ত স্থান।”
পোস্টের শেষাংশে পিনাকী দুঃখ প্রকাশ করে লিখেছেন, “যারা এই কাজটি করেছে, তারা অত্যন্ত অন্যায় ও অমানবিক কাজ করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ মে) দুপুরে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে একটি বোতল ছুড়ে মারা হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।