২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই পাস করেনি—অর্থাৎ শতভাগ ফেল। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৫১টি। এবার সেই সংখ্যাটি দ্বিগুণ ছাড়িয়ে উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফলাফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত ফল বিশ্লেষণে জানা যায়, এবারের গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের ৮৩.০৪ শতাংশের তুলনায় অনেক কম। এমন ফলাফলে শিক্ষা খাতে নানা প্রশ্ন উঠেছে।
এবারের পরীক্ষায় ছাত্রদের গড় পাসের হার ৬৫.৮৮ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ। ফলে টানা ১০ম বছরের মতো ছাত্রীরা এগিয়ে রইল পাসের হারে।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। অথচ গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাতেও বড় ধরনের পতন দেখা গেছে।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী—যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।
সবমিলিয়ে এবার বাস্তব মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করা হলেও, শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ও পাসের হার কমে যাওয়ার বিষয়টি শিক্ষা ব্যবস্থার মান ও দিকনির্দেশনা নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দিচ্ছে।