নিরাপত্তা বাহিনীর শীর্ষপদে দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এখন আন্তর্জাতিক আইনি তদন্তের মুখোমুখি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, সংক্ষেপে ইন্টারপোল, তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। বিশ্বজুড়ে তাকে খুঁজে বের করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ইন্টারপোলের রেকর্ড অনুযায়ী, চলতি বছরের ১০ এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়।
২২ এপ্রিল, মঙ্গলবার, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক এই খবর গণমাধ্যমে নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী এবং তদন্তকারী সংস্থার অনুরোধে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলে আবেদন জানায়। শুধু বেনজীর নয়, তার সঙ্গে আরও ১১ জনের বিরুদ্ধেও রেড নোটিশ জারির আবেদন করা হয়েছিল।
এর আগে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং সন্তানদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে চলতি বছরের শুরুতে একাধিক আদেশ দেয় আদালত। ৮ জানুয়ারি আদালত বেনজীরের স্ত্রী জিশান মির্জা ও ছোট মেয়ে তাহসিন রাইসার আয়কর নথি জব্দের নির্দেশ দেন। পরবর্তীতে ১৩ জানুয়ারি বেনজীর ও তার বড় মেয়ে ফারহিন রিশতার আয়কর নথিও জব্দ করার আদেশ দেয়া হয়।
একসময় দেশের আইনশৃঙ্খলার রক্ষক হিসেবে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে এখন দুর্নীতি, অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগে তদন্ত চলছে। দেশ ছাড়িয়ে এই তদন্ত আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।